• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

করোনায় আক্রান্ত চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ

প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৮:৪৯ পিএম

করোনায় আক্রান্ত চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। গেলো সপ্তাহের তুলনায় তাই এই সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে। নমুনা পরীক্ষাও বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে বৃদ্ধি পেয়েছে করোনা রোগীও। শনিবার (২৯ মে) সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। আর গত সপ্তাহে (১৬ মে থেকে ২২ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৩ হাজার ১২১টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ছয় দশমিক ৩৩ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন নয় হাজার ৬৬০ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন সাত হাজার ৯৩০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তে হার বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ।

তবে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বাড়লে চলতি সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে সুস্থতার হার ও মৃত্যুহার কমেছে।

অধিদফতর জানায় চলতি সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন সাত হাজার ৬১০ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন আট হাজার ৩৬৩ জন। সুস্থতার হার হ্রাস পেয়েছে নয় শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২২৪ জন।
চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।

লাইজুল/নির্জন
আর্কাইভ