প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৬:১৫ পিএম
ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে
বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলেও তাপমাত্রা আর
কমবে না। এখন থেকে
গরম বাড়বে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ
তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ
মো. বজলুর রশীদ জানান, শুক্রবার
(২৫ ফেব্রুয়ারি) থেকে দেশের কোথাও
কোথাও বৃষ্টি হতে পারে। তবে
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
নেই। এমনকি বড় ধরনের বৃষ্টিপাতেরও
সম্ভাবনা নেই। আগামী রবিবার
থেকেই আবার স্বাভাবিক অবস্থায়
ফিরে আসবে আবহাওয়া।
আবহাওয়া
দফতর সূত্রে জানা গেছে, পশ্চিম
লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এনএম/এফএ