• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের অবদান বাংলাদেশ কখনও ভুলবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১২:৪৭ এএম

ভারতের অবদান বাংলাদেশ কখনও ভুলবে না: তথ্যমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

তথ্য সম্প্রচারমন্ত্রী . হাছান মাহমুদ বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে ভারতের ঐতিহাসিক অবদান বাংলাদেশ কখনও ভুলবে না। তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান সরকারের ফাঁসির আদেশের পর বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য তৎকালীন ভারত সরকার পৃথিবীর বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল। তখন ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়। অবদান বাংলাদেশ ভুলবে না।

দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়।

এনএম/ডা

আর্কাইভ