• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বেসরকারি ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণ রুলের শুনানি ২ মার্চ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:৩৯ পিএম

বেসরকারি ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণ রুলের শুনানি ২ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করে দিয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে সময় আবেদন করলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেয়।

২ মার্চ এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবে আদালত।

রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন এএম মাসুম ও সাইফুর রহমান রাহী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ছিলেন রাষ্ট্রপক্ষে।   ফিদা এম কামাল বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন।

বেসরকারি ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে গত ৭ ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়।

ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক। পরে সংশোধন করে ১ ফেব্রুয়ারি আবার সার্কুলার জারি করে। সেখানে বলা হয়েছিল চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর করতে হবে ব্যাংকগুলোকে।

ডাকুয়া/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ