• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আজ বুস্টার ডোজ নিচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৫:৫৬ পিএম

আজ বুস্টার ডোজ নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) করোনা টিকার বুস্টার ডোজ নেবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেবেন তিনি।

তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আজ করোনার টিকার তৃতীয় ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন। এ সময় হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন ‘

এর আগে গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।  খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল।

শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের বাসায় থাকছেন।

ডিআইএ/এফএ
আর্কাইভ