• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মৃত্যু ২৯ হাজার ছুঁইছুঁই, নতুন শনাক্ত ১৫৯৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১০:৪৮ পিএম

মৃত্যু ২৯ হাজার ছুঁইছুঁই, নতুন শনাক্ত ১৫৯৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯০ জনের। সময় নতুন শনাক্ত হয়েছে হাজার ৫৯৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন হাজার ৩৫৭ জন। নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। একই সময়ে ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার .৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ জন এবং জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের জন, চট্টগ্রাম বিভাগের জন, রাজশাহী বিভাগের জন, খুলনা বিভাগের একজন সিলেট বিভাগের একজন। ময়মনসিংহ বরিশাল বিভাগের করোনায় কেউ মারা যায়নি।

২০২০ সালের মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।

এনএম/এসএডি

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ