• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘টিকা না নিলে চাকরিতে রাখা যাবে না’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৭:২৬ পিএম

‘টিকা না নিলে চাকরিতে রাখা যাবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘টিকা না নেয়া থাকলে কোনো কর্মচারীকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবেন না। নির্দেশনা অমান্য করে মালিক যদি চাকরিতে রাখেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতেটিকা নিন, টিকা নিনগানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া স্কুল-কলেজে যেতে পারছে না। দোকান-মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোনো কর্মচারী বা মালিক যদি টিকা না নেন, তাহলে সে দোকান বন্ধ করে দেয়া হবে।

ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে নিতে হচ্ছে টিকা। অনেক সম্পদশালী দেশেও একই চিত্র। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সবাইকে টিকা দিচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেয়া হচ্ছে।

এনএম/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ