• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

কলাবাগানে ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৬:৪৬ পিএম

কলাবাগানে ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগানে আল বারাকা নামে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) বাবুর্চি সবুজ (৩৫)

জানা গেছে, মঙ্গলবার সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেন। চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরোনো খালি গ্যাস সিলিন্ডারটি লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিলেন তারা। পুরোনো সিলিন্ডারটির মুখ খুলে সেটির ভেতরে থাকা বাকি গ্যাস বের করে দিচ্ছিলেন, তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা চুলার আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হন।

নূর/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ