• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৮:২৯ পিএম

রাতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

সিটি নিউজ ডেস্ক

শীত শেষে বসন্তের আগমন হয়েছে। তবুও কমেনি শীতের আমেজ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে-বাড়ছে। এর ধারাবাহিকতায় রবিবার (২০ ফেব্রুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়বে।

ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা - ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সময় বাতাসের গতিবেগ থাকবে -১২ কিলোমিটার।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে  দশমকি  এবং ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।


নূর/ফিরোজ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ