• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গুম আতঙ্কে অজ্ঞাত স্থানে দুদক কর্মকর্তা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:৪৯ এএম

গুম আতঙ্কে অজ্ঞাত স্থানে দুদক কর্মকর্তা

সিটি নিউজ ডেস্ক

সম্প্রতি চাকরি থেকে অপসারণ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন যে কোনো সময় গুম হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, 'এখন আমি অজ্ঞাত স্থানে আছি। যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি।’

শরীফ উদ্দিন পটুয়াখালী জেলার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ মো. শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের একটি অফিস আদেশ দেন।

এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

কয়েকদিন আগে তিনি প্রাণনাশের হুমকি পেয়ে গত (৩০ জানুয়ারি) শরীফ উদ্দিন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

শরীফ উদ্দীন বলেন, 'আমি দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি। বিশেষ করে চট্টগ্রামে জমি অধিগ্রহণে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে ১৫৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, 'রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়ে ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছি। চট্টগ্রামের স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে কাজ করেছি। সর্বশেষ পেট্রোবাংলার একটি প্রকল্পের অনিয়ম নিয়ে কাজ করতে গিয়ে পেট্রোবাংলার পরিচালক (প্ল্যানিং) আইয়ুব খানের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছি।'

গত ৩০ জানুয়ারি আইয়ুব খান আমার বাসায় এসে আমাকে এক সপ্তাহের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। তার এ হুমকির বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু তার ১৬ দিনের মাথায় আমার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এখন আমি অজ্ঞাত স্থানে আছি, যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি,' বলেন শরীফ উদ্দিন।

এদিকে, তার সর্বশেষ কর্মস্থল পটুয়াখালী দুদক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সহকর্মীরা। তারা শরীফ উদ্দিনকে অসাংবিধানিকভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার সঙ্গে অন্যায় করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে তার চাকরিতে বহালের দাবি জানিয়েছেন।

সাজেদ/ফিরোজ
আর্কাইভ