• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লঘুচাপে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

প্রকাশিত: মে ২৯, ২০২১, ০২:০০ পিএম

লঘুচাপে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় ইয়াস থেকে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এর প্রভাব আজও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপতর।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পরে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা থেকে ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপতর। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আরআই/এএমকে

আর্কাইভ