• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মিমের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৮:২১ পিএম

মিমের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত মুনিয়া হত্যা মামলার ৬ নম্বর আসামি সাইফা রহমান মিমকে আদালতে নেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম শাখা) মো. আবু ইউসুফ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নেয়া হয় পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে।

মঙ্গলবার সন্ধ্যায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, ‘সাইফা রহমান মিমকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’



সাইফা রহমান মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

মুনিয়ার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া গত ৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেন।

ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদালতের নির্দেশে গুলশান থানায় গত ৭ সেপ্টেম্বর মামলা হয়। পরে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইকে।
ডাকুয়া/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ