• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

প্রকাশিত: মে ২৯, ২০২১, ১২:৩২ পিএম

পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিস্থিতি অনুকূলে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তবে স্বাস্থ্য নিয়ে কোন ঝুঁকি নেয়া যাবে না বলেও তিনি মনে করেন।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে। আমরা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

এর আগে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

নির্ঝর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ