• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি একেবারে উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৭:১৫ পিএম

নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি একেবারে উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি একেবারে উড়িয়ে দিচ্ছি না। বইমেলায় ঘটে যাওয়া অভিজিৎ রায়ের ওপর হামলার নায়ক আনসারুল্লাহ বাংলা টিম প্রধান মেজর জিয়া এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।’

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বইমেলা ঘিরে বিভিন্ন সময়ে জঙ্গিদের তৎপরতা দেখা গেছে। অভিজিৎ রায় হত্যা মামলার রায়ের পর জঙ্গিদের ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক। বিশেষ করে বইমেলার নিরাপত্তাব্যবস্থা আমরা বিশ্লেষণ করেছি। বইমেলায় অভিজিৎ রায়ের ওপর হামলার নায়ক আনসারুল্লাহ বাংলা টিম প্রধান চাকরিচ্যুত মেজর জিয়া এখনও বাইরে। তাই আমরা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’


অর্ণব/ফিরোজ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ