• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নারী সাংবাদিককে নিয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানোর ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৩:৪২ পিএম

নারী সাংবাদিককে নিয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানোর ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফটোশপ এডিটিং করে এক নারী সাংবাদিকের ভুয়া অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

এর আগে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ওই সাংবাদিকের নজরে আসে। পরে এ বিষয়ে গুলশান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে  মামলা করেন তিনি।

পুলিশ জানায়, গ্রেফতার সজীব মিয়া ও নূর হোসাইন নূরু ওই নারী সাংবাদিকের ছবি এডিট করে নগ্ন ভিডিও তৈরি করে বেশ কয়েকটি ফেসবুক পেজে আপলোড করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। পুলিশের দাবি, এরা একটি চক্র।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, আসামিদের থেকে তন্ময় নামের একজনের নাম পাওয়া গেছে, তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা। যার আদেশে সে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরালের চেষ্টা করে। এ ছাড়া একই নেতার আদেশে সে ফেসবুকে সরকারবিরোধী অনেক মিথ্যা পোস্টও দেয়। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


অর্ণব /ফিরোজ 

 

আর্কাইভ