• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বইমেলার বাকি ৩ দিন, প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৯:৫৭ পিএম

বইমেলার বাকি ৩ দিন, প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বইমেলার মাত্র ৩ দিন বাকি থাকলেও অধিকাংশ স্টলের নির্মাণকাজ শেষ হয়নি। বিশেষ করে যারা ইট, বালু, সিমেন্ট এবং স্টিলের ফ্রেম দিয়ে স্টল করছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এমন দৃশ্য চোখে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। দ্রুত স্টল নির্মাণের কাজ শেষ করতে শ্রমিকদের তাগাদা দিচ্ছেন প্রকাশনা সংস্থার লোকজন। প্রকাশনা সংস্থাগুলো বলছে, করোনা পরিস্থিতির কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে যাওয়ায় সবাই অপ্রস্তুত ছিল। অনেকে ভেবেছিলেন, হয়তো মেলা আরও পেছাবে। তবে দু-সপ্তাহ পর মেলা শুরুর অনুমতি পাওয়ার পর তারা কাজ শুরু করেছেন। তবে উদ্বোধনী দিনের মধ্যে কাজ শেষ করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে এবার ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এবার ৪৬১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বরাবরের মতো এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হবে। 

এবার বইমেলায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দুই ডোজ টিকা নিয়েছেন, এমন কর্মকর্তা-কর্মচারীই কেবল স্টলে কাজ করতে পারবেন। মেলায় আসা দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রাখবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টায় মেলার আলোকবাতি বন্ধ করে দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা বেলা ১১টা শুরু হবে। তবে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হবে মেলা।

ডাকুয়া/
আর্কাইভ