• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

হবিগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ ১ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৫:২২ এএম

হবিগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ ১ পাচারকারী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল সহ ১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাধবপুর থানা পুলিশ এ তথ্য জানান। 

আটককৃত মাদকপাচারী, মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মৃত মনো গোয়ালার পুত্র মিঠুন গোয়ালা (২৪)। এসময় তার সাথে থাকা আরও ৫ মাদক পাচারকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ।

শুক্রবার ভোর রাতে তেলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সুরমা চা বাগানের ২০নং সেকশনে অভিযান চালিয়ে মৃত মনু গোয়ালার ছেলে মিঠুন গোয়ালা (২৪) কে আটক করে তার হেফাজত হতে ৬০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ