• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ১০:২৩ পিএম

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সিটি নিউজ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম মো. ইকবাল হোসেন (৪০)। তার বাবার নাম শামসু মিয়া।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ইকবালকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মামুন বলেন, ‘ইকবাল দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ইকবালের বাবার নাম শামসু মিয়া। ইকবাল কি মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে এক কয়েদিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


ডাকুয়া/

আর্কাইভ