• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

একাত্তরে গণহত্যা: আন্তর্জাতিক আরও দুই সংস্থার স্বীকৃতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:৩১ পিএম

একাত্তরে গণহত্যা: আন্তর্জাতিক আরও দুই সংস্থার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর অপরাধযজ্ঞকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড ওয়াচ। এ ছাড়া, মুক্তিযুদ্ধের সময় বাঙালির সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন।

বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।

রোববার ( ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে।

সংস্থা দুটির স্বীকৃতিতে এখন ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় আরও বেগবান হবে।

নূর/ডাকুয়া

আর্কাইভ