প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১০:৪৬ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও ৩৬ জনের প্রাণহানি
হয়েছে। এ নিয়ে দেশে
মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০
জনে।
শনিবার
(৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এসব তথ্য জানানো হয়।
এতে
বলা হয়- গত ২৪
ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৯
জনের। এ পর্যন্ত মোট
শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪
হাজার ৮২৮ জনে। শনাক্তের
হার ২৩ দশমিক ৮৩
শতাংশ। একই সময়ে ভাইরাসটি
থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭
জন। এখন পর্যন্ত সুস্থ
হয়েছেন ১৫ লাখ ৯৪
হাজার ৩৯১ জন।
মারা
যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ,
১৫ জন নারী। এ ছাড়া
ঢাকা বিভাগে মারা গেছেন ২৫
জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১,
খুলনায় ৩, সিলেটে ১,
রংপুরে ২ এবং ময়মনসিংহে
২ জন মারা গেছেন।
এ ছাড়া
একই সময়ে সারা দেশে
৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা
সংগ্রহ করা হয়। পরীক্ষা
করা হয় ৩৫ হাজার
৭৪টি নমুনা। এ নিয়ে দেশে
মোট এক কোটি ২৬
লাখ ৮৭ হাজার ৫৮৮টি
নমুনা পরীক্ষা করা হলো।
দেশে
করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০
সালের ৮ মার্চ। শনাক্তের
১০ দিন পর ওই
বছরের ১৮ মার্চ দেশে
প্রথম মৃত্যু হয়।
নূর/ডা