• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই গার্ডারের চাপায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শ্রমিক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:০৩ এএম

দুই গার্ডারের চাপায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শ্রমিক নিহত

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কাজ করার সময় দুই গার্ডারের চাপায় হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ করে আসছিল। হাসান গার্ডার অপারেটর হিসেবে কাজ করতো।


বিকেলে তেজগাঁও ডিমের আরত সংলগ্ন নির্মানাধীন এক্সপ্রেস ওয়ের ওপরে গার্ডার বসাচ্ছিলেন। তখন দুটি গার্ডারের মাঝে অসাবধানতাবশত চাপা পড়েন তিনি। এতে তার বুকে গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়। থাকতো তেজগাঁও রেললাইনের পাশে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সা/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ