• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত: মে ২৮, ২০২১, ১১:৩৮ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের নাম আরাফাত ইয়াসিন (১৮)। সে একটি দোকানের কর্মচারী।

বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০টার দিকে কদমতলীর শনির আখড়া এলাকার আর এস শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে ঢাকা মেডিকেল থেকে শেরেবাংলা নগর হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (২৮ মে) সকাল পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহেল জানান, আমার ভাই একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কদমতলীর শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে প্রিন্স, তানজিল, ডিব্বা শুভসহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে ঢাকা মেডিকেল থেকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৬টার দিকে সে মারা যায়।

তিনি জানান, কি কারণে তারা ছুরিকাঘাত করেছে এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারব না। ওদের সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা তাও বলতে পারব না।

কদমতলী থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ‘রাতে খবর পাই কে বা কারা আরাফাত হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আরাফাতকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। আজ সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জড়িত অভিযোগে আমরা এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছি।’

আরআই/সবুজ/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ