• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দেশজুড়ে আগামী দু’দিন আরও কমবে তাপমাত্রা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ১১:১২ পিএম

দেশজুড়ে আগামী দু’দিন আরও কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী আগামী দু’দিন ধারাবাহিকভাবে বাড়তে পারে শীত। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হতে পারে। শুক্রবার রাতে দেশজুড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ধারাবাহিকভাবে দু’দিন তাপমাত্রা কমবে এবং আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল শনিবার আজকের চেয়ে তাপমাত্রা কম হবে। রাতের তাপমাত্রা আরও কমবে। পরবর্তী ১ থেকে ২ দিন তাপমাত্রা কম থাকবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন তাপমাত্রা কমলে শৈত্যপ্রবাহ বাড়বে। শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হবে।

জেডআই/ডা

আর্কাইভ