প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:২৫ পিএম
করোনার নতুন ধরন ওমিক্রন
প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে
জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে
এক ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান
সংস্থাটির মুখপাত্র ডা. নাজমুল ইসলাম।
নাজমুল
ইসলাম বলেন, ‘ওমিক্রনের কারণেই ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ প্রতিরোধে
ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে।
এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। স্বাস্থ্য
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি।
এই গাইডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন
তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।’
তিনি
বলেন, ‘এই গাইডলাইনে ওমিক্রনের
যে উপসর্গ আছে সেগুলো যোগ
করা হয়েছে। এর বাইরে অন্য
কোনো উপসর্গ রয়েছে কি না সেটি
খুঁজে দেখা হচ্ছে। যাই
হোক না কেন, রোগ
নিয়ন্ত্রণের স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবচেয়ে
গুরুত্বপূর্ণ।‘
তিনি
আরও বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যবিধি
মেনে চলি তাহলে এই
অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সামাজিক দূরত্ব নিশ্চিত ও সঠিক নিয়মে
মাস্ক পরা, সাবান-পানি
দিয়ে হাত পরিষ্কার করতে
হবে।’
নূর/ডা