• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার ফেরি বন্ধ

প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৮:৩৮ পিএম

অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল রয়েছে।  যদিও ঘূর্ণিঝড় ইয়াস তার দিক পরিবর্তন করে ভারতের ওড়িশার দিকে অগ্রসর হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মুন্সিগঞ্জের শিমুলিয়া মাদারীপুরের বাংলাবাজারে বুধবার (২৬ মে) সকাল থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে সাড়ে সাত শতাধিক যানবাহন। ফলে ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রী পরিবহন শ্রমিকেরা।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।ঘাট কর্তৃপক্ষ জানান, বৈরী আবহাওয়ার কারণে আজও পদ্মা নদীতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। নদীতে প্রবল বাতাসের কারণে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ছাড়া তীব্র স্রোতও বয়ে যাচ্ছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি রো রো ফেরি ছাড়া হলেও আজ এখন পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়া হয়নি। এখনও বাতাসের কারণে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটের পন্টুনগুলোতে।

গতকাল ঢেউয়ের কারণে সকাল ৮টার দিকে নম্বর ফেরিঘাটের পন্টুনটি বিচ্ছিন্ন হয়ে দুই ভাগ হয়ে যায়। ভেঙে যাওয়া পন্টুনটি বেঁধে রাখা হয়েছে। সেদিন সকাল থেকে পদ্মায় ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক সকাল পৌনে ১২টার দিকে বলেন, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঘাটে এসে অসংখ্য ছোট-বড় যানবাহন জড়ো হয়েছে। বর্তমানে প্রায় ৭৪০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এসব যানবাহনের মধ্যে মালবাহী ট্রাক কাভার্ড ভ্যানের সংখ্যাই বেশি।

আরআই/সবুজ/এম. জামান

আর্কাইভ