• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী অনশনে ছাত্রদল

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৫:১৬ পিএম

শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী অনশনে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদল। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতীকী অনশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করে। অনশন বিকেল তিনটা পর্যন্ত চলবে এবং যতদিন পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন ততদিন আন্দোলন সংগ্রাম চলবে বলে জানা গেছে।

অনশনস্থলে আছেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয়, ঢাবি অন্য ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন সিটি নিউজকে বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা প্রতীকী অনশনে বসেছি। দ্রুত সময়ের মধ্যে ভিসির পদত্যাগ দাবি করছি আমরা।’ 

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘শাবিপ্রবির ভিসির নির্দেশে পুলিশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা অনশন শুরু করেছি।

ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের নেতাদের উপস্থিতিতে শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছি। শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি।’

ডাকুয়া

আর্কাইভ