• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী, কাঁপছে ফুটপাতের মানুষ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৫:০৯ পিএম

ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী, কাঁপছে ফুটপাতের মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঘের শুরু থেকেই শীত ঘন কুয়াশায় কাঁপছে দেশ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কাঁপনি থেকে উত্তরাঞ্চল ছাড়াও রেহাই পাচ্ছেন না রাজধানীবাসীও। ঘন কুয়াশায় প্রায় ঢেকে গেছে রাজধানী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত রাজধানী ছিল ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে কিছু দূরের মানুষকেও দেখা যায়নি। চারপাশে মনে হচ্ছে একটু আগেই হালকা বৃষ্টিপাত হয়েছে। ফুটপাতের মানুষেরা কাঁপছে হিমেল হাওয়ায়।

ছুটে চলা লোকজন বের হয়েছেন গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, শাল, মাথা কান টুপি এবং হাত মোজা পরে বের হয়েছেন। রাস্তায় অধিকাংশ গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ‘ বছর তীব্র, মাঝারি বা মৃদু শৈত্যপ্রবাহের কোনোটিরই অনুভূতি পাবেন না রাজধানীবাসী। আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি। মাঘ বিদায়ের আগে আরেকদফা শীত নামতে পারে - দিনের জন্য। এভাবেই ফাগুনে প্রবেশ করবে আবহাওয়া। উত্তুরে বাতাস সরিয়ে দখল করবে দখিনা হাওয়া।

দিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে। বৃষ্টি কেটে যাওয়ার পর আগামী বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

নূর/ডা

আর্কাইভ