• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৫:১৫ এএম

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইদানীং প্রায়ই চলন্ত গাড়িতে আগুন লাগার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।কয়েক দিন আগে সাভারের আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার রাজধানীর হাতিরঝিলে চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়ট নিশ্চিত করে জানান, ৯টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ডিউটি অফিসার বলেন, ‘দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

জেডআই/ডা

আর্কাইভ