• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীত

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৪:২৯ পিএম

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৃতিতে বইছে শীতল বাতাস। সেই সঙ্গে রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে রোববারও (২৩ জানুয়ারি) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বৃষ্টিতে তাপমাত্রা আরও কমেছে, বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারও খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই অবস্থা আরও দু-এক দিন থাকতে পারে।

রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল, সূর্যের দেখা পাওয়া যায়নি দুপুর পর্যন্ত। ছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘এই আবহাওয়া আরও দু-এক দিন থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিছু এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।’ পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

এএমকে/ডা

আর্কাইভ