• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এমপিওভুক্ত হলেন ২২৭৮ শিক্ষক-কর্মচারী

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৮:২৫ এএম

এমপিওভুক্ত হলেন ২২৭৮ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন করে দেশের আরও ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে স্কুল পর্যায়ে ১ হাজার ৮৩০ জন ও কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভার্চুয়াল এই সভায় মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপপরিচালকেরা যুক্ত ছিলেন।

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, ‘আমাদের কাছে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই করে ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ১ হাজার ৮৩০ জন ও কলেজ পর্যায়ের ৪৪৮ জন রয়েছেন।’

এ ছাড়াও তিনি বলেন, ‘যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরের সভায় তোলা হবে।’

নাম ও বয়স সংশোধন, টাইম স্কেল, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, জটিলতার আবেদনের সাড়ে ৬ হাজারের মতো আবেদন গ্রহণ করা হয়।

নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে বৃহস্পতিবার  ডাকা সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

এএমকে

আর্কাইভ