প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৯:১০ পিএম
জনসন উদ্ভাবিত করোনাভাইরাস
প্রতিরোধী ৩ লাখ ৩৬
হাজার ডোজ বাংলাদেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর
সাড়ে ১২টার দিকে এসব টিকা
দেশে পৌঁছায়। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে
কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে
বাংলাদেশ।
বৃহস্পতিবার
(২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক
এ তথ্য জানিয়েছেন।
তিনি
জানান, জনসনের টিকা এই প্রথম
বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য
টিকার মতোই সংরক্ষণ করা
যাবে।
জনসনের
টিকা নিয়ে বাংলাদেশ এখন
পর্যন্ত ৬টি কোম্পানির করোনার
টিকা পেয়েছে।
এর
আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা এসেছে দেশে।
এসব টিকা দিয়েই সরকার
দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
নূর