প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১০:৩১ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও ১২ জনের প্রাণহানি
হয়েছে। এ নিয়ে মোট
প্রাণহানি হয়েছে ২৮ হাজার ১৭৬
জনের।
বুধবার
(১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এতে
বলা হয়- গত ২৪
ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন
সাড়ে ৯ হাজার। এতে
শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬
লাখ ৪২ হাজার ২৯৪
জনে। একই সময়ে সুস্থ
হয়েছেন ৪৭৩ জন। এ
পর্যন্ত মোট সুস্থ হয়েছেন
১৫ লাখ ৫৪ হাজার
২৬৮ জন।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়- গতকাল ৩৭ হাজার ৫৭৩
জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা
করা হয় ৩৭ হাজার
৮৩০ জনের নমুনা। পরীক্ষার
বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক
১১ শতাংশ।
২০২০
সালের ৮ মার্চ দেশে
প্রথম করোনা রোগী শনাক্ত হন।
এর ১০ দিন পর
১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের
মৃত্যু হয়। এরপর ধীরে
ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
নূর/এম. জামান