• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রামপুরায় আকস্মিক পরিদর্শনে মেয়র, অব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৬:৫২ পিএম

রামপুরায় আকস্মিক পরিদর্শনে মেয়র, অব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাউকে কিছু না জানিয়ে হঠাৎ রাজধানীর রামপুরা এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সার্বিক অব্যবস্থাপনার চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সময় ফুটপাতে বিভিন্ন নির্মাণসামগ্রী দেখে ক্ষোভও প্রকাশ করেন মেয়র। 

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় ডিএনসিসি মেয়র হঠাৎ করে রামপুরা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে নির্মাণাধীন একটি বাড়ির সামনে সড়কে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা। ফুটপাত ড্রেন বন্ধ হয়ে আছে আবর্জনায়। অব্যবস্থাপনার কারণে তাৎক্ষণিক বাড়িটির নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখলের দায়ে জরিমানার নির্দেশও দেন মেয়র।

ছাড়া একটি মিষ্টির দোকানের সামনে ময়লা ফেলে রাখায় তিনি ওই দোকানের মালিককে ডেকে তাৎক্ষণিক পরিষ্কারের নির্দেশ দেন। সড়ক ফুটপাত দখল করে বালু রাখায় মালিককে ডেকে কারণ জানতে চান এবং বালু জব্দ করার নির্দেশ দেন।

সময় মেয়র বলেন, ‘এক শ্রেণির মানুষ ফুটপাত দখল করে সেখানে নির্মাণসামগ্রী রাখে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হয়। এগুলো কোনোভাবেই করা যাবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,‘ নিজেদের শহর, নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে। দায়িত্ব আমাদের সবার। সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন না হলে শহরের পরিবেশ আমরা সুন্দর করতে পারব না।

নূর/ডা

আর্কাইভ