• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফের ভার্চুয়ালি আদালত পরিচালনার আভাস প্রধান বিচারপতির

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৫:৩২ পিএম

ফের ভার্চুয়ালি আদালত পরিচালনার আভাস প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। তাই আবারও ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা শুরু করা হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ’চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের হাইকোর্টের কয়েকজন বিচারপতি, স্টাফ এবং নিম্ন আদালতের কিছু বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ আরও বাড়তে পারে। আমাদের আরও সতর্ক হওয়া উচিত।

সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ’আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন।

২০২০ সালের ১১ মে থেকে প্রথমবারের মতো সীমিত পরিসরে চালু হয় ভার্চুয়াল আদালত। করোনা ধাক্কায় দেশজুড়ে লকডাউন শুরু হলে ২০২০ সালের মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকেআদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপর  মে ভার্চুয়াল উপস্থিতিকে সশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর এক দিন পর ১০ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

নূর/এম. জামান

আর্কাইভ