• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি বাণিজ্য বেড়েছে দ্বিগুণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১০:০১ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি বাণিজ্য বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত পাঁচ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্প্রসারণ দ্বিগুণ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলার। সোমবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ তথ্য জানান।

মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন- ‘পারডু ইউনিভার্সিটির গর্বিত স্নাতক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সর্বশেষ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। আমাদের ক্রমবর্ধমান কৃষি বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি, যা গত পাঁচ বছরে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের অংশীদারিত্বের মাধ্যমে উভয় দেশের কৃষকদের জন্য টেকসই জীবিকা নিশ্চিত হচ্ছে।’

রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন মিলার। পরে সাংবাদিকদের কৃষিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি শাস্তি দেয়ার জন্য নয়, সতর্ক করার জন্য করেছে। আর সফলভাবে জঙ্গি দমন করতে পেরেছে বলে আমেরিকা বাংলাদেশের প্রশংসা করেছে। তাদের ধারণা, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ