• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আসাদুজ্জামান নূর হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১০:০০ পিএম

আসাদুজ্জামান নূর হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) পারিবারিক সূত্রে তথ্য জানা গেছে।

জানা যায়, জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য করোনা পরীক্ষা করান বর্ষীয়ান অভিনেতা। এরপর রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। পরদিনই সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আসাদুজ্জামান নূর। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। ভয়ের কিছু নেই এর পরও ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেই সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কিছুদিন চিকিৎসা শেষে করোনামুক্ত হন তিনি।

নূর/ডা

আর্কাইভ