প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৮:১৫ পিএম
ঢাকা ও ময়মনসিংহের
দুই ডিআইজি প্রিজন্সসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারা অধিদফতরের
বিভিন্ন পদে জনবল নিয়োগ
এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ
বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য এ জিজ্ঞাসাবাদ
করা হয়।
সোমবার
(১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা
থেকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির
সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে
একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ
করেন।
দুদক
সূত্রে এ তথ্য জানা
গেছে।
জিজ্ঞাসাবাদে
আছেন- ঢাকা বিভাগের ডিআইজি
প্রিজন্স টিপু সুলতান ও
ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া কারা সদর দফতরের
সাবেক আইজি প্রিজন্স আশরাফুল
ইসলাম ও সাবেক অতিরিক্ত
আইজি প্রিজন্স মো. ইকবাল হাসান,
জামালপুর জেলা কারাগারের জেলার
আসাদুর রহমান ও বরিশাল কেন্দ্রীয়
কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করার কথা রযেছে।
গত
৬ জানুয়ারি তাদের তলব করে সদর
দফতরের কারা মহাপরিদর্শক বরাবর
নোটিশ দেয় দুদক।
নূর/ডা