• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিকেলে সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৪:৫৩ পিএম

বিকেলে সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হচ্ছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে শুরু হবে চলতি বছরের প্রথম এই অধিবেশন। সংবিধানের বিধান মেনে এতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জানা গেছে, করোনার নতুন ধরন ওমিক্রন বিস্তারের জন্য কড়াকড়ি আরোপ করে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। গত জানুয়ারি সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

বৈঠকের শুরুতে শোকপ্রস্তাব সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। এরপর যখন বৈঠক আবার বসবে তখন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। পুরো অধিবেশনজুড়ে সেই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

সংসদ সূত্রে জানা গেছে, অধিবেশনের প্রথম দিন করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়া সব সংসদ সদস্য অংশ নেবেন। এরপর থেকে তাদের তালিকা অনুযায়ী ঢোকানো হবে। সংসদের হুইপরা নিয়ে তালিকা তৈরিও করে ফেলেছেন।

বিষয়ে হুইপ ইকবালুর রহিম গণমাধ্যমকে বলেন, ‘এবার অধিবেশনে সংসদ কক্ষে বাড়তি কর্মচারীও রাখা হবে না। ঠিক যে কয়জন দরকার সেই অনুযায়ী রাখা হবে। সংসদ সদস্যরা যারাই বৈঠকে যোগ দেবেন তাদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে।

নূর/ডা

আর্কাইভ