• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শ্যামপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৬:৪০ এএম

শ্যামপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকার লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসের সাত তলা ভবনের চার তলায় আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।

শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।


তিনি বলেন, ‘শ্যামপুরে একটি সাত তলা ভবনের চতুর্থ তলায় আলম গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

এএমকে/

আর্কাইভ