• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৬:৪২ পিএম

কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পৌষজুড়েই তেমন শীতের দেখা মেলেনি। বরং বিগত বছরগুলোর তুলনায় তাপমাত্রা খানিকটা গুমোটই ছিল। এরই মধ্যে বিদায় নিয়েছে পৌষ মাস। কথায় বলে মাঘের জারে বাঘে কান্দে’, সেই মাঘ শুরু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) প্রথম দিনেই তাপমাত্রা কিছুটা কম বলেই মনে হচ্ছে। সেই সঙ্গে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হবে। শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না।

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরও কমবে। ফলে শনিবার ও রোববার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৫ দশমিক ৭, চট্টগ্রামে ১৮ দশমিক ২, সিলেটে ১৭ দশমিক ৪, রাজশাহীতে ১৫ দশমিক ৭ ডিগ্রি, রংপুরে ১৫ ডিগ্রি দশমিক ২, খুলনায় ১৭ ডিগ্রি এবং বরিশালে ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৬ মিলিমিটার, সিলেটে ১০ মিলিমিটার এবং ইশ্বরদীতে ৮ মিলিমিটার।

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

শুক্রবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

জেডআই/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ