প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৫:৫৬ পিএম
দেশে করোনাভাইরাসের সংক্রমণ
বৃদ্ধি ও ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় ফের বিধিনিষেধ আরোপ
করেছে সরকার। এর আওতায় অর্ধেক
যাত্রী পরিবহনের নির্দেশনার পর সফটওয়্যার আপডেট
করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার
(১১ জানুয়ারি) রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানা যায়।
এতে
বলা হয়- আগামী ১৩
জানুয়ারি থেকে ট্রেনে ৫০
শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার
আপডেট করার কাজ চলছে।
আগামী ১৫ জানুয়ারির অগ্রিম
টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
সাধারণত পাঁচ দিন আগে
থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়।
এর
আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ
টিকিটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকিট
কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে।
নূর/ডা