• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০১:১৮ এএম

এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ১১৫ শতাংশেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে নিয়মিত করোনাবিষয়ক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান।

চলতি সপ্তাহে বাংলাদেশে এক লাখ ৩৪ হাজার ১১৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় আড়াই শতাংশ বেশি। এ সপ্তাহে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩০০ জন যা তার আগের ৭ দিনের তুলনায় ৩ হাজার ৩৭৬ জন বা ১১৫ শতাংশেরও বেশি।

এদিকে গেল সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে, যা তার আগের সপ্তাহের থেকে ১৫ শতাংশ বেশি।

ওমিক্রন আক্রান্ত রোগীদের প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল বলেন, ‘রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণেই আমরা হয়তো সব তথ্য দিতে পারব না। তবে এটুকু বলতে পারি, যারা এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছিল, তাদের অনেকেই এখন অনেকটাই সুস্থ। তাদের অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। করোনা প্রতিরোধে আমরা যদি সবাই সম্মিলিতভাবে সক্রিয় কাজে অংশগ্রহণ করি। তাহলে করোনা প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

অর্ণব/ডা

আর্কাইভ