প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৮:২৪ পিএম
চীন
সরকারের উপহার দেয়া করোনার টিকা
প্রথম দিন পরীক্ষামূলকভাবে মেডিকেল
কলেজের ৫০১ শিক্ষার্থীকে প্রদান
করা হয়। টিকা গ্রহণকারী
এসব শিক্ষার্থীকে আগামী সাত থেকে ১০
দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে
বাকিদের প্রথম ডোজের টিকা দেয়া হবে।
বুধবার
(২৬ মে) দুপুরে ভার্চুয়ালি
স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল
ইসলাম এ তথ্য জানান।
উল্লেখ্য,
চীনের সিনোব্যাক কোম্পানির টিকা ক্রয়ের জন্য
সরকারিভাবে কথাবার্তা চলছে। তাদের কাছ থেকে মোট
দেড় কোটি ডোজ টিকা
কেনা হবে। এ ছাড়া
ভারতের অ্যাস্ট্রাজেনেকা, আমেরিকা ও রাশিয়ায় উৎপাদিত
টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই
মধ্যে চীন সরকার পাঁচ
লাখ ডোজ টিকা উপহার
হিসেবে বাংলাদেশকে দিয়েছে।
আরআই/ওবায়েদ