• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৫:৪৪ পিএম

ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে। ওমিক্রন ঠেকাতে জনসমাগম না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

রোববার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ নিয়ে এসব কথা বলেন।

প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসকেরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এ দেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়; সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেয়া যায়।’

তিনি বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট করে দিয়েছি। ইএনটি ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, সব ধরনের ইনস্টিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।’ 

ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এ দেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। দেশের প্রত্যেক মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসেবা পাবে। এ বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। মানুষকে ঘর করে দিচ্ছি। যোগাযোগব্যবস্থা উন্নত করেছি। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’

ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।’

ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ