প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৫:৫০ এএম
দেশে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা
গেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো।
আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল
ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।
জিআইএসএআইডি'র ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা
হয়েছিল। যার মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা
হয়। তবে, ওয়েবসাইটটিতে করোনার ওমিক্রন আক্রান্তদের
বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ৩১ ডিসেম্বর দেশে তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায়
জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন
শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন
ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।
দেশে সর্ব প্রথম গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।
তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ
রয়েছেন।
এদিকে প্রায় গত দুই সপ্তাহ ধরে করোনায় দৈনিক শনাক্ত হওয়া রোগীদের মধ্যে
দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে ঢাকায়।
দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ১৪০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত
হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯৫০ জন, আর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন।
শতাংশের হিসাবে শুধু ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮৩ দশমিক ৩৩ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের ক্লাস্টার ট্রান্সমিশন (গুচ্ছ সংক্রমণ) হয়েছে ঢাকায়। ব্যবস্থা না নেয়া হলে সারা দেশে ছড়িয়ে পড়তে সময় নেবে না।
অর্ণব