• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মহাখালীতে প্রাইভেটকারে আকস্মিক অগ্নিকাণ্ড

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৪:৩৯ এএম

মহাখালীতে প্রাইভেটকারে আকস্মিক অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, রাত সোয়া নয়টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার সংবাদ পাই। এরপর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। গাড়িটি প্রাইভেটকার ছিল বলে জানা গেছে। এর সামনের অংশে ইঞ্জিনে আগুন লেগেছে।

এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 অর্ণব

আর্কাইভ