• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বঙ্গোপসাগরে চরে আটকাল জাহাজ, ১২ নাবিক উদ্ধার

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:৩৬ পিএম

বঙ্গোপসাগরে চরে আটকাল জাহাজ, ১২ নাবিক উদ্ধার

সিটি নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসে নোয়াখালীর ভাসানচরে বঙ্গোপসাগরের চরে পাথরবাহী একটি জাহাজ আটকা পড়েছে ঘটনার পর ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম।

তিনি জানান, এমভি সানভ্যালি নামের জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বুধবার সকালে ভাসানচর এলাকায় আটকে যায়।

সাইফুল আলম বলেন, ‘নোয়াখালীর ভাসানচরের পশ্চিমে লালবয়া এলাকায় চরের সঙ্গে আটকে যায় জাহাজটি। বুধবার (২৬ মে) বিকেল ৩টায় ওই এলাকায় প্রায় ঘণ্টা পর্যবেক্ষণের পর জাহাজটিকে শনাক্ত করা হয়।

তিনি জানান, পরে জাহাজটির ১২ জন নাবিক স্টাফকে উদ্ধার করে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। তাদেরকে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে এনে প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেয়া হয়েছে।

দীপ/নূর/এম. জামান

আর্কাইভ