প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১০:০৬ পিএম
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। চলতি সপ্তাহে দেশে
প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্যণীয়। এমন পরিস্থিতিতে নতুন করে
বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে সরকার।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেন যে, লকডাউন দেয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। তবে আমরা সেই চিন্তা এখনও করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্কিনিং আরও জোরদার করা হয়েছে। কোয়ারেন্টিনে যারা থাকবেন, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে সেজন্য সেখানে পুলিশি প্রহরা থাকবে। এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে বলা হয়েছে।’
ডা. জাহিদ মালেক বলেন, ‘বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।’
দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।’
১৫ দিন পর এসব বিষয় বাস্তবায়নের কথা বলা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ আমি প্রপোজ (প্রস্তাব) করেছি ১৫ দিন নয়, ৭ দিন করার জন্য। সেটা মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।’
জেডআই/ডা