• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘লকডাউনের চিন্তা করছে না সরকার’

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:৫৯ এএম

‘লকডাউনের চিন্তা করছে না সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ধরনওমিক্রনহানা দেয়ার পর দেশে অব্যাহতভাবে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় সরকার উদ্বিগ্ন। তবে এখনই লকডাউনের কথা ভাবছে না।

সোমবার ( জানুয়ারি) সচিবালয়ে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি এবং লকডাউনের বিষয়ে আমরা সুপারিশ করিনি। লকডাউনের পর্যায়ে যাতে যেতে না হয় সেজন্যই আজকের এই প্রস্তুতিমূলক সভা।

তিনি বলেন, ‘যাত্রী চলাচলের ক্ষেত্রে গণপরিবহনে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ছাড়াও টিকা ছাড়া কোনো রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, ‘লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্য আমরা বৈঠক করেছি। যা যা পদক্ষেপ নেয়ার, সেগুলো নেয়া হবে।’

নূর/এম. জামান

আর্কাইভ