• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

তুরাগে ভাসমান মৃত ডলফিন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৮:১৬ এএম

তুরাগে ভাসমান মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সাভারে তুরাগ নদে ভেসে উঠেছে প্রায় ৫ ফুট লম্বা ও ৩ মণ ওজনের একটি মৃত ডলফিন।

রোববার (০২ জানুয়ারি) বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাট এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান জেলেরা। পরে সন্ধ্যায় সেটি জাল দিয়ে তীরে টেনে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আশুলিয়া বাজার সংলগ্ন ঘাটে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এসময় ডলফিনটি তাদের চোখে পড়ে। তারা ডলফিনটি তীরে আনার চেষ্টা করেন। সন্ধ্যায় তারা ডলফিনটিকে তীরে আনতে সক্ষম হন। পরে উৎসুক জনতা ভিড় করেন সেখানে।

স্থানীয়দের ভাষ্যমতে, শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানি মিশে নদীর পানি দূষিত হয় ডলফিনটি মারা গেছে।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, যে ডলফিনটি উদ্ধার করা হয়েছে সেটি গ্যাংগিজ জাতীয় ডলফিন। এ ডলফিনকে গঙ্গার শুশুকও বলা হয়। গত এক যুগেও এদের দেখা মেলেনি। মৃত্যুর কারণ এখনও সুস্পষ্ট নয়। তবে কারণ উদঘাটনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 অর্ণব

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ